حضرت علی علیه السلام
শত নবীর আদর যত্নে লালিত পালিত আমি, আমার মর্যাদা জানে তারা আর জানে অন্তরজামি। লক্ষ মানুষের মনের আশা শুধু দেখবে বলে আমায়, সারা জিবন করে সঞ্চয় তারা দিবা নিশি কাটে এ আশায়। কেউবা আবার সফল হয় কেউ ভোগে নিরাশায়, আমার দেখা না পেলে ভাবে বুঝি জিবন গেল বৃথায়।
প্রতিক্ষার প্রদীপ আজো দেখো জ্বলছে আমার মনে ক্লান্ত হয়নি আমি দেখো তোমার অন্বেষণে বহু আঘাতে আহত আমি তবু হয়নি দেখ ক্ষান্ত তোমার দেখা পাবার তরে আজও মন আমার অশান্ত হয়তো পাব দেখা তোমার আবার হয়তো না। তোমার প্রেমে পাগল আমি তা সবার অজানা।