কাবার মনোবাসনা

শত নবীর আদর যত্নে লালিত পালিত আমি,  আমার মর্যাদা জানে তারা আর জানে অন্তরজামি।  লক্ষ মানুষের মনের আশা শুধু দেখবে বলে আমায়,  সারা জিবন করে সঞ্চয় তারা দিবা নিশি কাটে এ আশায়।  কেউবা আবার সফল হয় কেউ ভোগে নিরাশায়,  আমার দেখা না পেলে ভাবে বুঝি জিবন গেল বৃথায়। 

কাবার মনোবাসনা
এস, এ, এ 
শত নবীর আদর যত্নে লালিত পালিত আমি, 
আমার মর্যাদা জানে তারা আর জানে অন্তরজামি। 
লক্ষ মানুষের মনের আশা শুধু দেখবে বলে আমায়, 
সারা জিবন করে সঞ্চয় তারা দিবা নিশি কাটে এ আশায়।
 কেউবা আবার সফল হয় কেউ ভোগে নিরাশায়, 
আমার দেখা না পেলে ভাবে বুঝি জিবন গেল বৃথায়। 
শত আশা বাসনা রেখেছে পুষেছে তাদের মণি কোঠায়,
 আমি শুনি তাদের সব কথা কিন্তু কেউ শোনে না আমায়। 
শোন শোন হে দুনিয়া বাসি! শোন আমার কথা, 
তোমদের মতো আমারও রয়েছে কিছু না বলা কথা। 
আমার জন্ম হলো আদিম যুগে বয়স একটু বেশি আমার, 
সব প্রবিণতা দূর হয়ে যায় যখন আসে দিনটি ফিরে আবার। 
১৩ই রজব হলো আমার নবিন হওয়ার দিন, 
আজকের শিশু কালকে আমায় করবে জানি স্বাধিন। 
ছিলাম যখন লাত উজ্জার মাঝে আমি নিরুপায়, 
আশার আলো জালায় তখন খোদার ওয়ালি রাসুলের ভাই। 
ভুলবো না তোমায় হে মহা মানব তুমি রেখেছ আমার মান,
 তোমার চিহ্ন আমার বুকে কখনও হবে না অম্লান। 
তুমি অম্লান তুমি চীরস্থায়ি তুমি খোদার অবদান, 
তাইতো আজও সারা দুনিয়া তোমার গাইছে গুণগাণ।

 

নতুন কমেন্ট যুক্ত করুন