امام حسین ع
ইয়া কারবালা, সালামুন ইয়া আশূরা ইয়া শহীদে কারবালা, ওই শহীদে কারবালা, বাড়ায় দিলের জ্বালা অশ্রুসজল নয়নে, কাঁদে জিন ও ইনসানে। ইয়াযীদ ক্ষমতার লোভে, দিলো ইসলাম ছেড়ে বাইয়াত হতে বলে, পাষাণ ওই কাফিরে ইমামজী বাইয়াত না হয়ে, গেলেন মদীনা ছেড়ে মক্কাতে বাকি
মুহররম নিয়ে এলো শহীদে কারবালা সারা আলমের চোখে ঝরে অশ্রু ধারা ছেড়ে ছিলো কাফেলা বারে বারে, পুনরায় গিয়েছিল সেখানে ফিরে নবীজীর নূর নিয়ে করলি খেলা, পরাজয় হলো তোর গলার মালা মুহররম নিয়ে এলো শহীদে কারবালা।
নীলসিয়া আস্মান লালে লাল দুনিয়া,- ‘আম্মা! লা’ল তেরি খুন কিয়া খুনিয়া।’ কাঁদে কোন্ ক্রন্দসী কারবালা ফোরাতে, সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোরাতে।