اسلام
ইসলাম আমাদেরকে মানবতা বাজায় রাখতে শিক্ষা দেয়। আল্লাহ তাঁর বান্দাদের খেদমতকারীদেরকে উত্তম প্রতিদান দিবেন। আমাদেরকে অন্যের অধিকারের প্রতি খেলাল রাখতে হবে। কাউরো প্রতি জুলুম করা জাবে না।
ইমামগণ মাসুম বা নিষ্পাপ। তাঁরা আল্লাহর তরফ হতে নির্ধারিত হয়েছেন। নবুওয়াতের পর ইমামতের ধারা চালু হয়েছে। সর্বপ্রথম ইমাম হচ্ছেন হজরত আলি (আ.) এবং সর্বশেষ ইমাম হচ্ছেন হজরত মাহদি (আ.)।
ইমামগণ মাসুম বা নিষ্পাপ। তাঁরা আল্লাহর তরফ হতে নির্ধারিত হয়েছেন। নবুওয়াতের পর ইমামতের ধারা চালু হয়েছে। সর্বপ্রথম ইমাম হচ্ছেন হজরত আলি (আ.) এবং সর্বশেষ ইমাম হচ্ছেন হজরত মাহদি (আ.)।
সত্য সব সময় স্পষ্ট। ইসলাম সত্যের দিকে ও শান্তির দিকে মানুষকে আহবান করে। আমাদেরকে সত্যের সন্ধানে থাকতে হবে। ধর্মের মূল ভিত্তি নামাজ, রোজা, হজ্জ, জাকাত ও বেলায়াত।