امام زمان عج

১-দোয়া হচ্ছে মুমিনদের জন্য ঢাল স্বরূপ। ২-রাসুল (সা.) এর আহলে বাইত হচ্ছেন আলী, ফাতিমা, হাসান, হুসাইন (আ.)। ৩-ইমাম মাহদী (আ.) হচ্ছেন রাসুল (সা.) এর ১২তম খলিফা। ৪-মাহদী (আ.) এর আবিভার্বের জন্য দোয়া করলে শয়তান কষ্ট পাই।
শবে কদরে আল্লাহর তরফ হতে ফেরেশতাগণ আল্লাহর সালাম বা শান্তি নিয়ে জমিনে অবতীর্ণ হয়ে থাকেন। যখন রাসুল (সা.) জীবিত ছিলেন তখন তাঁর নিকট ফেরেশতাগণ অবতীর্ণ হতেন কিন্তু এখন তিনি বিদ্যমান নেই, তাহলে ফেরেশতাগণ কার নিকট অবতীর্ণ হবেন?
ইমাম মেহদি (আ.) পবিত্র আহলে বাইতের বারতম ইমাম। তিনি আমাদের মাঝেই উপস্থিত রয়েছেন কিন্তু আমরা তাকে দেখতে পাই না, কেননা আল্লাহ তাঁকে আমাদের চোখের আড়ালে রেখেছেন। তাঁকে ইমাম হিসেবে গ্রহণ করা আমাদের সকলের কর্তব্য।
ইমাম মেহদি (আ.) 255 হিজরীতে জন্ম গ্রহণ করেছেন। তিনি পাঁচ বছর বয়সে গাইবাতে সোগরাতে গিয়েছিলেন এবং তাপর একবার এসেছিলেন অতপর তিনি গাইবাতে কোবরাতে গিয়েছেন এর পর কত দিন পর তাঁর প্রকাশ ঘটবে তা কেউ জানে না।
ইমামের আনুগত্য করা ওয়াজিব। প্রত্যেক যুগে হেদায়াতকারীর প্রয়োজন আছে কিন্তু আমাদের এ যুগের হেদায়াতকারী কে? এ যুগের মানুষ কি হাদি ব্যতিত থাকবে?

পৃষ্ঠাসমূহ