সিরিয়ায় ৬ বছর গৃহযুদ্ধের অবসান ঘটবে: বাশার আল-আসাদ
চীনের ফিনিক্স টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন চলতি বছরই দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটবে।
সিরিয়ায় ৬ বছর গৃহযুদ্ধের অবসান ঘটবে: বাশার আল-আসাদ
চীনের ফিনিক্স টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন চলতি বছরই দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটবে।
তিনি বলেন, যুদ্ধের শুরুতেই ঠিক কী ঘটছে তা সিরিয়াবাসীরা বুঝতে পারে নি। এ ছাড়া, যুদ্ধ শেষ হয়ে যাবে বলে প্রতিবছরই তারা মনে করেছে। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে নির্ভুল ভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।
সিরিয়ায় গত ৬ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির অনেক সন্ত্রাসী গোষ্ঠী সহ তাকফিরি সন্ত্রাসী দায়েশের বিরুদ্ধে লড়ছে সরকারি বাহিনী। রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় দেশটিতে গত বছরের ৩০ ডিসেম্বরের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অবশ্য দায়েশ এ যুদ্ধবিরতির আওতায় পড়ে নি।
নতুন কমেন্ট যুক্ত করুন