আজান বন্ধের আইন করছে ইহুদিবাদী ইসরাইল
অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে মসজিদ থেকে আজান প্রচারের বিরুদ্ধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ সংক্রান্ত একটি বিল তেল আবিবের সংসদে প্রাথমিক অনুমোদনও পেয়েছে
আজান বন্ধের আইন করছে ইহুদিবাদী ইসরাইল
অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে মসজিদ থেকে আজান প্রচারের বিরুদ্ধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ সংক্রান্ত একটি বিল তেল আবিবের সংসদে প্রাথমিক অনুমোদনও পেয়েছে।
পূর্ব বায়তুল মুকাদ্দাসসহ গোটা ইহুদিবাদী ইসরাইলের জন্য এ আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ২,৭০০ ডলার সমপরিমাণ অর্থ জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।
পূর্ব বায়তুল মুকাদ্দাসে ভোর ৫টায় ফজর নামাজের আজান দেয়া হয়। এতে মসজিদের আশপাশের আবাসিক এলাকার অনেক মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে বলে বিলটি পাস করানোর জন্য অজুহাত দাঁড় করানো হয়েছে।
এ বিলের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিন এবং ইসরাইলের মুসলমানদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করা হয়েছে।
সূত্র: পার্সটুডে
নতুন কমেন্ট যুক্ত করুন