ঐক্য ও ঈমানের চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র নেই: হাসান রুহানি
ঐক্য ও ঈমানের চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র নেই: হাসান রুহানি
পবিত্র মাশহাদ নগরীতে শহীদ দিবস উপলক্ষে এক সমাবেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ঈমান, প্রতিরোধ ও জনগণের ঐক্যের চেয়ে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই। তিনি বলেন, বর্তমান সময়ের যুদ্ধগুলো হচ্ছে প্রবল ইচ্ছাশক্তির যুদ্ধ।
ইরানের প্রেসিডেন্ট বলেন, লেবাননের মুমেন যুবকরা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত না হয়েও ৩৩দিনের যুদ্ধে দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তিনি বলেন, ওই যুদ্ধে হিজবুল্লাহর ঐতিহাসিক বিজয় সামরিক কারণে হয়নি বরং তাদের দৃঢ় ইচ্ছা শক্তি ও ঈমানই ছিল বিজয়ের প্রধান কারণ। শুধু ঈমানের কারণেই ইরাকের জনগণও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে এবং খুব শিগগিরি বিদেশি মদদপুষ্ট এসব সন্ত্রাসীরা ইরাক থেকে পুরোপুরি বিতাড়িত হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেসিডেন্ট রুহানি রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশের বিপুল অর্থ ব্যয়ে সমরাস্ত্র কেনার কথা উল্লেখ করে বলেছেন, কেবল অত্যাধুনিক অস্ত্র দিয়ে যে সামরিক বিজয় সম্ভব নয় তার বড় প্রমাণ হচ্ছে, আগ্রাসী শক্তির বিরুদ্ধে ইয়েমেনের দরিদ্র অথচ ঈমানদার জনগণের অব্যাহত প্রতিরোধ।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা, ইসরাইল ও তার দোসরদের বিরুদ্ধে ইরান যে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে সেই শক্তির উৎস কেবল সামরিক নয় বরং আল্লাহর প্রতি ভরসা, দৃঢ় ইচ্ছাশক্তি ও জনগণের প্রতিরোধ।
নতুন কমেন্ট যুক্ত করুন