পাকিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে বিজয়ী হতে সহায়তা করেছে আদালত: রাহিল
পাকিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে বিজয়ী হতে সহায়তা করেছে আদালত: রাহিল
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল রাহিল শরীফ বলেন, পাকিস্তানে মাসে ১৫০টি সন্ত্রাসী ঘটনা ঘটতো কিন্তু পাক বাহিনী বর্তমানে একে এক সংখ্যায় নামিয়ে নিয়ে এসেছে। এ ছাড়া, শিগগিরই পুরো বছরে পাকিস্তানে একটি মাত্র সন্ত্রাসী ঘটনাও ঘটবে না বলেও জানান তিনি। তিনি আরো বলেছেন, সামরিক আদালত দেশটিকে সন্ত্রাসবাদের বিরোধী লড়াইয়ে বিজয়ী হতে সহায়তা করেছে। দ্রুত বিচার সম্পন্ন করে এ সহায়তা করা হয়েছে।
দেভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ডব্লিউইএফের ৪৭তম বাৎসরিক বৈঠকের প্রথম দিনের অধিবেশনে এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, পাকিস্তানে সামরিক আদালতে ১৭০ ব্যক্তির বিচার করা হয়েছে। তবে এ ক্ষেত্রে বিশাল একটি তালিকা রয়েছে বলেও জানান তিনি।
পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলের নিহত নিরীহ শিশুদের শতাধিক মা হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্য ফাঁসি দাবি করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, অস্বাভাবিক সময়ে অস্বাভাবিক ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয়ে পড়ে।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী সামরিক আদালতের মেয়াদ চলতি মাসের ৭ তারিখে শেষ হয়ে গেছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যখন এ সংক্রান্ত সমস্যা সুরাহা করার চেষ্টা করছেন তখন এ বক্তব্য দিলেন রাহিল।
নতুন কমেন্ট যুক্ত করুন