মিশরের সুপ্রিম কোর্ট সৌদির কাছে দ্বীপ হস্তান্তরের চুক্তি বাতিল করল

মিশরের সুপ্রিম কোর্ট সৌদি আরবের কাছে দ্বীপ হস্তান্তরের চুক্তি বাতিল করেছে এর ফলে ‘তিরান’ ও ‘সানাফির’ দ্বীপ হস্তান্তর করতে পারবে না মিশর সরকার। গত ৯ এপ্রিল মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছিলেন, রিয়াদ ও কায়রোর মধ্যে স্বাক্ষরিত সমুদ্রসীমা বিষয়ক

মিশরের সুপ্রিম কোর্ট সৌদির কাছে দ্বীপ হস্তান্তরের চুক্তি বাতিল করল

মিশরের সুপ্রিম কোর্ট সৌদি আরবের কাছে দ্বীপ হস্তান্তরের চুক্তি বাতিল করেছে এর ফলে ‘তিরান’ ও ‘সানাফির’ দ্বীপ হস্তান্তর করতে পারবে না মিশর সরকার। গত ৯ এপ্রিল মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছিলেন, রিয়াদ ও কায়রোর মধ্যে স্বাক্ষরিত সমুদ্রসীমা বিষয়ক এক চুক্তিতে ‘তিরান’ ও ‘সানাফির’ দ্বীপ দু’টি সৌদি পানিসীমার মধ্যে পড়েছে। প্রেসিডেন্ট সিসি’র এ ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মিশরীয় রাস্তায় নেমে ওই চুক্তিকে ‘অসাংবিধানিক’ বলে তা প্রত্যাখ্যান করেন।

এরপর থেকে প্রায়ই দু’টি দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন, সৌদি টাকার কাছে আত্মসমর্পন করেছেন প্রেসিডেন্ট সিসি। 

বিভিন্ন আরব গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মিশরের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার বিনিময়ে  আব্দেল ফাত্তাহ আল-সিসি রিয়াদের কাছ থেকে ২,০০০ কোটি ডলারের অর্থসাহায্য পেয়েছেন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন