পলাতক তুর্কি সেনাদের ভয় পাচ্ছে তুরস্ক সরকার

পলাতক তুর্কি সেনাদের ভয় পাচ্ছে তুরস্ক সরকার

 পলাতক,  তুর্কি সেনা,  ভয়, তুরস্ক সরকার,

গতকাল (মঙ্গলবার) হাবেরতুর্ক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে কুরতুলমস বলেন, ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত পলাতক সেনারা দেশের ভেতরে সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে  এসব সেনা গুপ্তহত্যা কিংবা  সাইবার হামলার মতো ঘটনা ঘটাতে পারে সুতরাং “এখন থেকে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান ও বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবেলায় আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি।” গত ১৫ জুলাই তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা চালায় একদল সেনা। তবে তা দেশটির জনগণ ও নিরাপত্তা বাহিনীর একটি অংশ মিলে নস্যাৎ করে দেয়। ওই ঘটনায় অন্তত ২৪৬ জন নিহত ও ২,১০০ মানুষ আহত হয়। সেনা অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি চাকরিজীবীকে বরখাস্ত করা হয়েছে এবং ১৬ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারিকে আটক করা হয়েছে। 

নতুন কমেন্ট যুক্ত করুন