তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৮ কর্মকর্তা বরখাস্ত
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৮ কর্মকর্তা বরখাস্ত
তুরস্কের সরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা প্রবাসী বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে সন্দেহজনক সম্পর্ক থাকার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৮ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তুর্কি সরকার গুলেনকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিকল্পনাকারী বলে মনে করছে।
ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত তুরস্কে ৬০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারিকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এসব মানুষের বিরুদ্ধে তুর্কি সরকার অভিযোগ করছে- তারা হয় এ অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না হয় সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন দিয়েছেন।
সেনা অভ্যুত্থানের ঘটনায় ২৪৬ জন নিহত ও ২,১০০ জন আহত হয়েছে। অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গুলেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তবে আমেরিকা প্রবাসী গুলেন তা সরাসরি নাকচ করে দেন। তিনি উল্টো বলেছেন, সেনা অভ্যুত্থানের ঘটনা সাজিয়ে এরদোগান বিরোধীদের ওপর আরো দমন-পীড়ন চালাতে চান।
নতুন কমেন্ট যুক্ত করুন