তুর্কি কর্তৃপক্ষ ১৩১ গণমাধ্যম বন্ধ করার ঘোষণা দিল

তুর্কি কর্তৃপক্ষ ১৩১ গণমাধ্যম বন্ধ করার ঘোষণা দিল

তুর্কি কর্তৃপক্ষ,  গণমাধ্যম, বন্ধ, তুরস্ক, আঙ্কারা,

তুরস্কে ১৫ জুলাই’র ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে ১৩১টি গণমাধ্যম সংস্থা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আঙ্কারা বলেছে, এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে তিনটি সংবাদ সংস্থা, ১৬টি টিভি চ্যানেল, ২৩টি রেডিও স্টেশন, ৪৫টি পত্রিকা, ১৫টি ম্যাগাজিন ও ২৯টি প্রকাশনী।

এসব গণমাধ্যমের বেশিরভাগ প্রাদেশিক শহরগুলো থেকে প্রকাশিত হলেও রাজধানী আঙ্কারা থেকে প্রকাশিত বেশ কিছু পত্রিকা ও টিভি চ্যানেল রয়েছে।

এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে এক সময়কার সর্বাধিক প্রকাশিত দৈনিক জামান। গত মার্চ মাসে পত্রিকাটিকে সরকারি নিয়ন্ত্রণে নেয়া হয়েছিল। পত্রিকাটির ৪৭ কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এসব গণমাধ্যমের অনেকগুলো আমেরিকা প্রবাসী বিরোধী নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থক বলে মনে করা হয়। তুর্কি সরকার সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য গুলেনকে দায়ী করলেও তিনি তা অস্বীকার করেছেন।

গুলেনের সমর্থকরাই ছিল জামান পত্রিকার মূল পাঠক। তবে পত্রিকাটিকে সরকারি নিয়ন্ত্রণে নেয়ার পর এসব সমর্থক পত্রিকাটি কেনা বন্ধ করে দেয়। ফলে এটি লোকসানের মুখে পড়ে।

এর আগে গতকাল (বুধবার) তুর্কি সরকার ঘোষণা করেছিল, ১৪৯ জন জেনারেলসহ দেশটির ১,৭০০ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ১৫ জুলাই’র ব্যর্থ সেনা অভ্যুত্থানে অন্তত ২৪৬ জন নিহত ও দুই হাজারেরও বেশি লোক আহত হয়।

নতুন কমেন্ট যুক্ত করুন