বাংলাদেশের মসজিদগুলোতে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিন্ন খুতবা পাঠ

বাংলাদেশের মসজিদগুলোতে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিন্ন খুতবা পাঠ

বাংলাদেশ,  মসজিদ,  জঙ্গিবাদ, অভিন্ন খুতবা,  ইসলামিক ফাউন্ডেশন,  বায়তুল মুকাররম,

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন (ইফা) প্রদত্ত এ অভিন্ন খুতবা দেশের সব মসজিদে জুমার নামাজে পাঠের আহ্বান জানায়। এজন্য জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ সারাদেশের সব মসজিদে দুই পৃষ্ঠার একই খুতবা পাঠায় ইসলামিক ফাউন্ডেশন।

একই খুতবা পাঠ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘বায়তুল মুকাররম মসজিদে যে খুতবা পাঠ করা হবে, সেটাই সারাদেশের সব মসজিদে পাঠানো হয়েছে। মসজিদের ইমামরা এই খুতবা হুবহু পাঠ করতে পারেন অথবা এটার অনুসরণে খুতবা পাঠ করতে বলা হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে জুমার নামাজের আগে বয়ানে এমন বক্তব্য তুলে ধরেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী। নামাজ শেষে মুনাজাতে দেশের জন্য শান্তি কামনা করে দোয়াও করেন তিনি।

শুক্রবার জুমার নামাজের আগে দেখা গেছে, মসজিদের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মসজিদে প্রবেশ পথে মুসল্লিদের তল্লাশি করা হয়। এছাড়া উত্তর ও দক্ষিণে আর্চওয়ে বসানো ছিল।

বায়তুল মুকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী বয়ানে বলেন, অশান্তি সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যকলাপ করা হচ্ছে। হামলাকারীরা সংখ্যায় কম, তাদের ভয়ে আমাদের পিছিয়ে থাকা যাবে না। সমাজের সবার সম্মিলিতভাবে এসব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

গুলশানের লেক ভিউ জামে মসজিদের খতিব মুফতি সাদিকুর রহমান খুতবার আগে বক্তব্যে বলেন, আল্লাহকে যে ভয় করে সে দেশি-বিদেশি বা ধর্ম-অধর্ম-কাউকেই কষ্ট দিতে পারে না। যারা আল্লাহর নির্দেশ শুনবে না, একদিন তাদের বিচার হবে। দেশ ও যুব সমাজকে নাফরমানি থেকে দূরে থাকতে হবে।

উত্তরা এক নম্বর সেক্টর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি লুৎফুর রহমান জানান, জুমার খুতবায় তিনি আজ দুটি বিষয়ে আলোচনা করেছেন। একটি হচ্ছে পবিত্র রমজানের শিক্ষা। অন্যটি স্বজন অধীনস্থদের খোঁজ খবর রাখা।

তবে ইসলামিক ফাউন্ডেশনের কোনও খুতবা তার মসজিদে পৌঁছেনি বলে জানান মুফতি লুৎফুর রহমান।

কাঁটাবন মসজিদ মিশন জামে মসজিদে জুমার নামাজ পড়িয়েছেন মাওলানা আবুল হাসান। জুমার খুতবায় ইসলামের দৃষ্টিকোণ থেকে সন্ত্রাস-উগ্রবাদ নিয়ে আলোচনা করেছেন।

মিরপুর দারুস সালাম থানার পাশে বায়তুল মাগফেরাত জামে মসজিদে নামাজ আদায়কারীরা জানান, ওই মসজিদে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দিয়েছেন হুজুর। স্থানীয়দের বাসা ভাড়ার বিষয়ে সতর্ক হতে মসজিদ কমিটির মুতাওয়াল্লি আলহাজ সেলিম খান আহ্বান জানান।

নতুন কমেন্ট যুক্ত করুন