কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতি তুলে ধরল পাকিস্তান

কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতি তুলে ধরল পাকিস্তান

কাশ্মির,  অবনতি, শীল,  পরিস্থিতি,  পাকিস্তান,

ইসলামাবাদে পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশের রাষ্ট্রদূতদের কাছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতির বিষয়টি তুলে ধরেছেন।

চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকার রাষ্ট্রদূতদের কাছে ভারত অধিকৃত কাশ্মিরের বিরাজমান অবনতিশীল পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় মানবাধিকারে প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্যও নয়াদিল্লর প্রতি আহ্বান জানান পাক পররাষ্ট্র সচিব। তিনি কাশ্মিরের বেসামরিক জনগণকে বর্বরোচিত হত্যাকাণ্ডে পাকিস্তানের মারাত্মক উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন।

গত শুক্রবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মিরের ২২ বছর বয়সি প্রভাবশালী গেরিলা নেতা বুরহান ওয়ানি নিহত হওয়াকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে জম্মু ও কাশ্মিরে অন্তত ৩২ ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই বেসামরিক মানুষ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ফলে এ সব ব্যক্তি নিহত হয়েছে বলে দূতদের অবহিত করেন আইজাজ আহমেদ চৌধুরী।

 

নতুন কমেন্ট যুক্ত করুন