ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলবে: তেহরান

ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলবে: তেহরান

ক্ষেপণাস্ত্র কর্মসূচি,  তেহরান, বাহরাম কাসেমি, ইসলামি প্রজাতন্ত্র ইরান, পরমাণু ওয়ারহেড, পরমাণু, ক্ষেপণাস্ত্র,

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান বহুবার ঘোষণা করেছে, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং তাতে পরমাণু ওয়ারহেড বসানোর কোনো পরিকল্পনা করা হয়নি; কাজেই এই কর্মসূচির মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করা হয়নি এবং পরমাণু সমঝোতার সঙ্গেও এর কোন সম্পর্ক নেই।” 

অ্যাঙ্গেলা মার্কেল বৃহস্পতিবার দাবি করেন, ইরান নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত থাকায় তিনি ইউরোপে ইরানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করারও আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় কাসেমি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের জাতীয় নিরাপত্তার স্বার্থে ও প্রতিরক্ষা ডকট্রেইন অনুযায়ী সর্বশক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচি চালিয়ে যাবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন