রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর জোরদার অবস্থান
রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর জোরদার অবস্থান
ন্যাটো প্রধান জেন্স স্টোলেনবার্গ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, পোল্যান্ড এবং বাল্টিক সাগর এলাকায় হাজার হাজার সেনা মোতায়েনে সম্মত হয়েছে। ২৮ দেশের সামরিক জোটকে রাশিয়ার বিরুদ্ধে পূর্ব ইউরোপে শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে এ সব সেনা মোতায়েন করা হবে। তিনি বলেন, চার হাজার সেনা নিয়ে গঠিত চারটি ব্যাটেলিয়ন উত্তরপূর্বাঞ্চলীয় ইউরোপে মোতায়েন করা হবে। এ সব সেনাকে পর্যায়ক্রমে মোতায়েন করা হবে উল্লেখ করে আরো জানানো হয়েছে, কথিত রুশ আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব ইউরোপের সদস্য দেশগুলোর প্রতি সমর্থনের প্রস্তুতি হিসেবে এ সব সেনা সেখানে পাঠানো হবে।
এস্তোনিয়ায় ৫০০ সেনা পাঠাবে ব্রিটেন। জার্মানি এবং কানাডা যথাক্রমে লিথুয়ানিয়া ও লাটভিয়া পাঠাবে আরো দুই ব্যাটেলিয়ন সেনা। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এক হাজার সেনা নিয়ে গঠিত মার্কিন সাঁজোয়া বহর মোতায়েন করা হবে পোল্যান্ডে।
নতুন কমেন্ট যুক্ত করুন