ইরাকে তাকফিরি দায়েশ নিজেদের আরো ৮ সন্ত্রাসীকে হত্যা করেছে
ইরাকে তাকফিরি দায়েশ নিজেদের আরো ৮ সন্ত্রাসীকে হত্যা করেছে
আজ (রোববার) একজন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইরাকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিরকুক প্রদেশের হাওয়িজা শহরে ইরাকি সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে যাওয়ার অভিযোগে তাকফিরি দায়েশ নিজেদের আট সদস্যকে হত্যা করেছে।
এছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা এবং গোয়েন্দাবৃত্তির অভিযোগে দায়েশ হাওয়িজা শহরের কেন্দ্রস্থলে সাত অধিবাসীকে হত্যা করেছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিরকুক প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ায় দায়েশ আতঙ্কের মুখে পড়েছে বলে ওই সূত্রটি জানিয়েছে। তাকফিরি দায়েশ ২০১৪ সালে ইরাকে হামলা চালানোর পর থেকে দেশটির উত্তর এবং পশ্চিম অংশে পাশবিকতা চালিয়ে আসছে।
ইরাকের রাজধানী বাগদাদে গতকাল ভোরে অন্তত দু দফা বোমা হামলায় ২১৩ জন নিহত ও বহু মানুষ আহত হয় বলে আজ সোমবার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ পরবর্তীতে এসব বর্বরোচিত এবং পাশবিক হামলার দায় স্বীকার করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন