মার্কিনীদের প্রতি তালেবান প্রধানের ব্যার্থ আহ্বান

মার্কিনীদের প্রতি তালেবান প্রধানের ব্যার্থ আহ্বান

মার্কিন,  তালেবান,  প্রধান,  ব্যার্থ আহ্বান, হাইবাতুল্লাহ আখুনজাদা,

আফগানিস্তানের তালেবানের নেতা হিসেবে নিয়োগ পাওয়ার পর হাইবাতুল্লাহ আখুনজাদা প্রথম বার্তায় আফগানিস্তানে মার্কিনীসহ বিদেশি বাহিনীর দখলদারিত্বের ইতি ঘটানোর আহ্বান জানান। বার্তায় তিনি বলেন, বল বা পেশী শক্তি প্রয়োগের বদলে বাস্তবতা মেনে নিন এবং আফগানিস্তানে দখলদারিত্বের ইতি ঘটান। বার্তা বলা হয়েছে, আগ্রাসী শক্তির বিরুদ্ধে দৃঢ় ভাবে রুখে দাঁড়িয়েছে আফগানিস্তানের মানুষ। তারা মার্কিন শক্তিকে আদৌ ভয় পায় না বলেও জানান তিনি।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রিটিশ ও সোভিয়েত আগ্রাসীদের সমর্থনকারীদের কপালে যা জুটেছে নতুন আগ্রাসীদের সমর্থককারীদের কপালেও তাই জুটবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন