সৌদি হামলার কারণে ইয়েমেনে মৃত সন্তান প্রসবের হার মারাত্মকভাবে বেড়েছে

সৌদি হামলার কারণে ইয়েমেনে মৃত সন্তান প্রসবের হার মারাত্মকভাবে বেড়েছে

সৌদি হামলা,  ইয়েমেন,  মৃত সন্তান,  প্রসব,

গত চার মাসে এ ধরনের শিশু জন্ম নেয়ার হার জ্যামিতিক হারে বেড়েছে বলে জানিয়েছেন রাজধানী সানার শিশু হাসপাতালের স্ত্রী রোগ এবং ধাত্রী বিভাগের চিকিৎসা কর্মকর্তা জামিলা। বর্তমানে দিনে এ ধরনের দু'টি শিশু জন্মগ্রহণ করছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, কোনো কোনো ক্ষেত্রে মাথা বা অঙ্গপ্রত্যঙ্গ ছাড়াই শিশু জন্মগ্রহণ করছে।

এদিকে রাজধানী সানার আর-রাহমা হাসপাতালের ধাত্রীবিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ এমডি ওয়াফা আল-মামারি বলেন, গর্ভবতী মায়েদের পেট থেকে মৃত বা মারাত্মক ভাবে বিকলাঙ্গ ভ্রুণ বের করতে অনেক অস্ত্রোপচার চালানো হয়েছে। এ জাতীয় অস্ত্রোপচারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলেও জানান তিনি। এ ভাবে মৃত বা বিকলাঙ্গ শিশুর সংখ্যা যুদ্ধের কারণেই বাড়ছে উল্লেখ করে তিনি আরো জানান, ইয়েমেনের সা’দা, সানা, তায়েজ এবং হুদাইদা প্রদেশের যে সব এলাকায় ব্যাপক বোমা হামলা হয়েছে সে সব এলাকার মায়েদের গর্ভে এ ধরনের শিশু বেশি দেখা যাচ্ছে।

তায়েজ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও গবেষক আহমেদ আল-হায়দারি বলেন, আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ বোমা ইয়েমেনে ফেলা হচ্ছে। এ সব বোমার উপাদান ইয়েমেনের মানুষের স্বাস্থ্যের ওপর স্বল্প এবং দীর্ঘ মেয়াদি প্রভাব ফেলবে। 

নতুন কমেন্ট যুক্ত করুন