শুক্রবার আসরের সময়ের আমল
শুক্রবার আসরের সময়ের আমল
এস, এ, এ
রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, শুক্রবারে দুরুদ শরিফ পাঠ করার উত্তম সময় হচ্ছে আসরের সময়। আসরের সময় ১০০বার বলতে হবে:
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَ عَجِّلْ فَرَجَهُمْ
শেইখ আব্বাস কুম্মি তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, নিন্মোক্ত পদ্ধতিতে ১০০ বার দুরুদ শরিফ পাঠ করা হচ্ছে মুস্তাহাব:
صَلَواتُ اللّهِ وَ ملائِکتِهِ وَ اَنْبِیائِهِ وَ رُسُلِهِ وَ جَمیعِ خَلْقِهِ عَلى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَ السَّلامُ عَلَیهِ وَ عَلَیهِمْ وَ عَلى اَرْواحِهِمْ وَ اَجْسادِهِمْ وَ رَحْمَةُ اللّهِ وَ بَرَکاتُهُ.
শেইখ জালিল ইবনে ইদ্রিস বাযান্তি থেকে এবং তিনি আবু বাসির থেকে বর্ণনা করেছেন যে, ইমাম জাফর সদিক (আ.) বলেছেন: যদি কেউ শুক্রবারের দিন যোহর ও আসরের নামাজের মধ্যবর্তি সময়ে দুরুদ শরিফ পাঠ করে তাহলে আল্লাহ তায়ালা তাকে ৭০ রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব দান করবেন। দুরুদ শরিফটি হচ্ছে নিন্মরূপ:
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ الاْوْصِیاءِ الْمَرْضِیینَ بِاَفْضَلِ صَلَواتِک وَ بارِک عَلَیهِمْ بِاَفْضَلِ بَرَکاتِک وَ السَّلامُ عَلَیهِمْ وَ عَلى اَرْواحِهِمْ وَ اَجْسادِهِمْ وَ رَحْمَةُ اللّهِ وَبَرَکاتُهُ
যদি কেউ উল্লেখিত দুরুদ শরিফটি পাঠ করে তাহলে আল্লাহ তায়ালা তাকে মানব এবং জিন জাতির সমপরিমাণ সওয়াব দান করবেন।
ইমাম জাফর সাদিক (আ.) থেকে আরো একটি রেওয়ায়েত বর্ণিত হয়েছে তিনি বলেছেন:যদি কেউ শুক্রবারে আসরের নামাজের পরে অনতি বিলম্বে ১০ বার দুরুদ শরিফ পাঠ করে তাহলে ফেরেস্তারাও উক্ত শুক্রবার থেকে নিয়ে আগামি শুক্রবার পর্যন্ত তার প্রতি দুরুদ পাঠ করে।
এছাড়াও ইমাম (আ.) থেকে বর্ণিত হয়েছে শুক্রবারে আসরের নামাজের পরে নিন্মোক্ত পদ্ধতিতে দুরুদ শরিফ পাঠ করা উত্তম:
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ الاْوْصِیاءِ الْمَرْضِیینَ بِاَفْضَلِ صَلَواتِک وَ بارِک عَلَیهِمْ بِاَفْضَلِ بَرَکاتِک وَالسَّلامُ عَلَیهِ وَ عَلَیهِمْ وَ رَحْمَةُ اللّهِ وَ بَرَکاتُهُ.
যদি কেউ আসরের নামাজের পরে ১০০ বার উল্লেখিত দুরুদ শরিফটি পাঠ করে তাহলে আল্লাহ তায়ালা তাকে এক লক্ষ সৎ কর্মের সমপরিমাণ সওয়াব দান করবেন এবং তার এক লক্ষ আশাকে পূরণ করবেন।
অন্য এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, যদি কেউ শুক্রবারে আসরের নামাজের পরে ৭০ বার পাঠ করে:
اَسْتَغْفِرُ اللّهَ وَاَتُوبُ اِلَیهِ
তাহলে আল্লাহ তায়ালা তার গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন।
ইমাম মুসা কাযিম (আ.) থেকে রেওয়ায়েত বর্ণিত হয়েছে যদি কেউ শুক্রবারে আসরের সময় ১০০ বার সুরা কদরের তেলাওয়াত করে তাহলে আল্লাহ তায়ালা তাকে এক হাজার রহমত দান করবেন।
শেইখ তুসি (রহ.) বলেছেন:শুক্রবারের দিন দোয়া কবুল হওয়ার জন্য উত্তম সময় হচ্ছে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত।
শুক্রবারের আসরের পরে দোয়া-এ সামাত পাঠ করা হচ্ছে মুস্তাহাব।
নতুন কমেন্ট যুক্ত করুন