ইসরাইলের ক্ষেপনাস্ত্র নিয়ে পরীক্ষা করছে আমেরিকা
ইসরাইলের ক্ষেপনাস্ত্র নিয়ে পরীক্ষা করছে আমেরিকা
রাশিয়ার কথিত হুমকি প্রতিহত করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইলের একটি ক্ষুদ্রপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে মার্কিন সেনাবাহিনী। ইসরাইলি এ ক্ষেপণাস্ত্র ইউরোপের নেটওয়ার্কে ব্যবহারের কথা ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল গ্লেন ব্র্যামহল এ কথা জানান। তিনি ইসরাইল সফর করেছেন বলে জানিয়েছেন। জেনারেল ব্র্যামহল বলেন, তৃতীয় স্তরে কম শক্তির ক্ষেপনাস্ত্র হুমকি প্রতিহত করতে তার ইউনিটের একটি নির্ভরযোগ্য ব্যবস্থা প্রয়োজন। মার্কিন সেনাবাহিনীর মধ্যপাল্লার প্যাট্রিয়ট এবং ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি এ ব্যবস্থা মোতায়েন থাকবে।
আর এ লক্ষ্যে মার্কিন সেনাবাহিনী ইহুদিবাদী ইসরাইলের ‘তামির’ রকেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তেল আবিবের কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশ হিসেবে এটি ব্যবহৃত হতো।
নতুন কমেন্ট যুক্ত করুন