বাহরাইনের আলেম শেখ কাসিমের প্রতি আয়াতুল্লাহ সিস্তানির সমর্থন
বাহরাইনের আলেম শেখ কাসিমের প্রতি আয়াতুল্লাহ সিস্তানির সমর্থন
বাহরাইনের শীর্ষ পর্যায়ের প্রবীণ আলেম শেখ ঈসা আহমাদ কাসিম যে শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার আদায়ের প্রচেষ্টা চালিয়ে আসছেন তার প্রতি সমর্থন জানিয়েছেন ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি। তিনি ব্যক্তিগতভাবে আয়াতুল্লাহ কাসিমের কাজেরও প্রশংসা করেছেন।
আজ (বৃহস্পতিবার) এক টেলিফোন আলাপে আয়াতুল্লাহ সিস্তানি বাহরাইনের শিয়া আলেম শেখ কাসিমের প্রতি সংহতি জানান। আয়াতুল্লাহ সিস্তানি শেখ কাসিমকে বলেছেন, “আপনি আমাদের হৃদয়ে আছেন এবং বাহরাইন সরকারের পক্ষ থেকে যা কিছু হয়েছে তা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।” সোমবার শেখ কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার।
টেলিফোন আলাপে আয়াতুল্লাহ সিস্তানি বলেছেন, তিনি শেখ কাসিমের অধিকার রক্ষার জন্য সব ধরনের চেষ্টা চালাবেন। শেখ কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার কারণে বাহরাইনের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা মারাত্মক আকার ধারণ করবে বলে আশংকা করা হচ্ছে। দেশটির জনগণ এরইমধ্যে শেখ কাসিমের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এবং পুলিশ তাতে হামলা চালিয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন