বাহরাইনের শিয়া আলেমের প্রতি ইরাকের জনগণের সমর্থন

বাহরাইনের শিয়া আলেমের প্রতি ইরাকের জনগণের সমর্থন

বাহরাইন,  শিয়া,  ইরাকের জনগণ,  বাগদাদ, শেখ কাসিম,

বাহরাইনের রাজতান্ত্রিক আলে খলিফা সরকার শেখ কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার পর এই সমর্থন জানালো ইরাকের জনগণ। বাহরাইন সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা এ সময় স্লোগান দেয়।

এদিকে, বাগদাদের মানসুর এলাকায় বাহরাইন দূতাবাসের কাছে ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল-সাদরের শত শত সমর্থক বিক্ষোভ করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মানসুর এলাকার বহু সড়ক ও ব্রিজ বন্ধ করে দেয়।

অন্যদিকে, গতকাল (শুক্রবার) বাহরাইনে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আহমাদ নাইফ রাশিদুল দুলাইমিকে তলব করে মানামা সরকার। এর আগে, গত ২০ জুন শেখ কাসিমের নাগরিকত্ব কেড়ে নিয়ে বিবৃতি দেয় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

নতুন কমেন্ট যুক্ত করুন