ইয়েমেনি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদির ভাড়াটে সেনাদের বিরুদ্ধে সাফল্য পেল

ইয়েমেনি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদির ভাড়াটে সেনাদের বিরুদ্ধে সাফল্য পেল

ইয়েমেন,  আনসারুল্লাহ,  যোদ্ধা,  সৌদি,  ভাড়াটে সেনা,  সামরিক ঘাঁটি,

আজ (মঙ্গলবার) আনসারুল্লাহ যোদ্ধারা ভাড়াটে সেনাদের নিয়ন্ত্রিত আল-আন্দ সামরিক ঘাঁটির কাছে অবস্থিত জালস পাবর্ত্য এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে। তারা এখন ওই ঘাঁটি দিকে অগ্রসর হচ্ছে। হুথি বাহিনী মারিব প্রদেশের পশ্চিমে অবস্থিত তাদাউয়িন ঘাঁটিতে সৌদি বাহিনীর ভাড়াটে সেনাদের অবস্থানে রকেটও নিক্ষেপ করেছে।

এদিকে, আজ সৌদি জঙ্গি বিমান লাহিজ প্রদেশে বোমা বর্ষণ করলে ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরো বহু মানুষ আহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করে। সৌদি সরকার তার পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দিতে চাইলেও দেশটির বেশির ভাগ দল ও বিপ্লবী সরকার তা মেনে নিতে অস্বীকার করে আসছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ৯ হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন