মিশরের আদালত সৌদি আরবের সঙ্গে দ্বীপ চুক্তি বাতিল করল

মিশরের আদালত সৌদি আরবের সঙ্গে দ্বীপ চুক্তি বাতিল করল

মিশরের আদালত,  সৌদি আরব,  দ্বীপ চুক্তি,  বাতিল,

মিশরের একটি আদালত সৌদি আরবের সঙ্গে সমুদ্রসীমা ও দ্বীপ বিনিময়ের চুক্তি বাতিল করে দিয়েছে। গত এপ্রিল মাসে সৌদি রাজা সালমানের কায়রো সফরের সময় করা ওই চুক্তির আওতায় তিরান ও সানাফির নামে দুটি দ্বীপের মালিকানা সৌদি আরবকে দিয়ে দিয়েছিল মিশর। কিন্তু মিশরের একটি নিম্ন আদালত সে চুক্তি বাতিল করে রায় দিয়েছে। এ ঘটনাকে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির জন্য বড় রকমের বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

অবশ্য, মিশরের সরকার এ রায়ের বিরুদ্ধে দেশটির উচ্চ আদালতে আপিল করতে পারবে এবং চুক্তিটি কার্যকর করতে হলে জাতীয় সংসদের অনুমোদন নিতে হবে। চুক্তির পর থেকেই মিশরের সাধারণ মানুষ এর বিরুদ্ধ তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা মনে করেন, দ্বীপ দুটি মিশরের হাতেই থাকা উচিত। সমালোচকরা বলছেন, সৌদি আরবকে এ দ্বীপ দিয়ে প্রেসিডেন্ট সিসি মিশরের সংবিধান লঙ্ঘন করেছেন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন