নাজাফ-এ- আশরাফ নামকরণের ইতিহাস

নাজাফ প্রদেশ (আরবি: النجف‎) ইরাকের একটি প্রদেশ। প্রদেশের রাজধানী নাজাফ শহর। আল কুফাহ এই প্রদেশের আরেকটি বড় শহর। দুইটি শহরই শিয়া মুসলিমদের পবিত্র তীর্থস্থল। এই প্রদেশের অধিকাংশ জনগণই শিয়া মুসলিম। পূর্বে এ স্থানের নাম নাজাফ ছিল না। উক্ত শহরটি নামকরণে ইতি

নাজাফ-এ- আশরাফ  নামকরণের ইতিহাস

  নাজাফ, নাজাফে আশরাফ, ইমাম আলি, কুফা, ইরাক, নুহের সন্তান, নুহ, নেই-এ- নাজাফ,

এস, এ, এ

নাজাফ প্রদেশ (আরবি: النجف‎) ইরাকের একটি প্রদেশ। প্রদেশের রাজধানী নাজাফ শহর। আল কুফাহ এই প্রদেশের আরেকটি বড় শহর। দুইটি শহরই শিয়া মুসলিমদের পবিত্র তীর্থস্থল। এই প্রদেশের অধিকাংশ জনগণই শিয়া মুসলিম। পূর্বে এ স্থানের নাম নাজাফ ছিল না। উক্ত শহরটি নামকরণে ইতিহাস এভাবে বর্ণিত হয়েছে যে, ইমাম জাফর সাদিক (আ.) বলেন: নাজাফে আশরাফ পূর্বে একটি বিশাল পাহাড় ছিল যে পাহাড়ের উপরে ভরসা করে হজরত নুহ (আ.) এর পুত্র তার পিতাকে বলেছিল:

সে বলল, আমি অচিরেই কোন পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি হতে রক্ষা করবে। 

সে যুগে উক্ত পাহাড়ের ন্যায় উচু আর কোন পাহাড় ছিল না। তখন মহান আল্লাহ তায়ালা উক্ত পাহাড়কে উদ্দেশ্যে করে বলেন: হে পাহাড়! সে কি আমাকে অবজ্ঞা করে তোমার কাছে আশ্রয় গ্রহণ করবে!! পাহাড়টি মহান আল্লাহ তায়ালার উক্ত কথার প্রভাবে ধ্বংস এবং টুকরা টুকরা হয়ে যায়। এমনকি তার অংশ শাম প্রদেশ পর্যন্ত পৌছে যায় এবং জলাভূমির মতো নরম হয়ে যায়। অতঃপর তা নদিতে রূপান্তরিত হয়ে যায় যার নামকরণ করা হয় ‘নেই’। যখন নদিটি ‍শুকিয়ে যায় তখন তার নামকরণ করা হয় ‘নেই-এ-নাজাফ’। পরে কালের আবর্তনে ‘নেই-এ-নাজাফ’ থেকে নেই শব্দটি বাদ দেয়া হয় এবং শুধুমাত্র নাজাফ নামটি থেকে যায়। বর্তমানে আমাদের কাছে উক্ত পাহাড়টি নাজাফ নামে পরিচিতি অর্জন করেছে।

সূত্র: বিহারুল আনওয়ার, খন্ড ১০০, পৃষ্ঠা ২৩২।

 

নতুন কমেন্ট যুক্ত করুন