নিজের পায়ে নিজেই কুড়াল মারলো আফগানিস্তানের তালেবানরা
নিজের পায়ে নিজেই কুড়াল মারলো আফগানিস্তানের তালেবানরা
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে হামলা চালাতে যাওয়ার আগেই গোপন আস্তানায় নিজেদের বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আত্মঘাতী আট তালেবান। কুন্দুজের জনবহুল এলাকায় ধারাবাহিক আত্মঘাতী হামলা চালিয়ে ব্যাপক প্রাণনাশের প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহত আত্মঘাতী হামলাকারীরা স্থানীয় তালেবান কমান্ডার মোল্লা ওয়ালির দলের সদস্য। তাদেরকে কুন্দুজ প্রদেশে আত্মঘাতী সন্ত্রাসী হামলার দায়িত্ব দেয়া হয়েছিল।
কুন্দুজের নাহার কোহনা গ্রামের গোপন আস্তানায় আত্মঘাতী হামলাকারীদের একজনের পোশাকে বাধা বোমা বিস্ফোরিত হলে বাকি বোমাগুলোও বিস্ফোরণ ঘটে। এতে আট সদস্যের গোটা সন্ত্রাসী দলটি ধ্বংস হয়ে যায়।
নতুন কমেন্ট যুক্ত করুন