সিরিয়ার যুদ্ধ বন্ধ হবে আমেরিকা সন্ত্রাসীদের সহায়তা দেয়া বন্ধ করলে
সিরিয়ার যুদ্ধ বন্ধ হবে আমেরিকা সন্ত্রাসীদের সহায়তা দেয়া বন্ধ করলে
লেবাননের সংসদ সদস্য এবং দেশটির 'রিফর্ম অ্যান্ড চেন্জ' জোটের প্রধান মাইকেল আউনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেন: আমেরিকা সন্ত্রাসীদের সামরিক সহায়তা দেয়া বন্ধ করলে সিরিয়ার প্রাণঘাতী যুদ্ধ বন্ধ হয়ে যেত। এ সময় সিরিয়ার চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।
কয়েক বছর ধরে চলমান সিরিয়া সংকট নিয়ে ওয়াশিংটনের নীতির কঠোর সমালোচনা করেন ব্ল্যাক। জর্দান ও সৌদি আরবসহ অন্য কয়েকটি দেশে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ব্ল্যাক আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া সংক্রান্ত মার্কিন নীতি পরিবর্তন করবেন এবং সংকট নিরসনে গঠনমূলক পদক্ষেপ নেবেন।
নতুন কমেন্ট যুক্ত করুন