হত্যাকাণ্ড লুকাতে শিয়াদের গণকবর দিয়েছে নাইজেরিয়া: অ্যামনেস্টি

হত্যাকাণ্ড লুকাতে শিয়াদের গণকবর দিয়েছে নাইজেরিয়া: অ্যামনেস্টি

হত্যাকাণ্ড,  শিয়া, গণকবর, নাইজেরিয়া, অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, নাইজেরিয়ার সেনাবাহিনী গত ডিসেম্বরে দেশটির শিয়া নেতা আয়াতুল্লাহ জাকজাকির শত শত সমর্থককে নির্বিচারে হত্যা করেছে। সংস্থাটি আরো বলেছে, বর্বরোচিত ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে নিহতদের লাশ গণকবর দিয়েছে সেনাবাহিনী। 

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, কান্দুয়া প্রদেশের জারিয়া নগরীতে দেশটির শিয়া নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সাড়ে তিনশ’র বেশি সমর্থককে নাইজেরিয়ার সেনাবাহিনী হত্যা করেছে। হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলার চেষ্টার অংশ হিসেবে হতভাগ্য ব্যক্তিদের লাশ গণকবর দেয়া হয়েছে। 

গত ১২ ডিসেম্বরে জারিয়ার একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিয়া মুসলমানদের ওপর হামলা চালায় নাইজেরিয়ার সেনারা। মিথ্যা অজুহাতে এ হামলা চালানো হয়েছিল।

এ ঘটনার একদিন পরই ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া'র নেতা জাকজাকির বাসভবনে হামলা চালায় দেশটির নিরাপত্তা বাহিনী এবং তাকে গ্রেফতার করে। যারা জাকজাকিকে রক্ষার চেষ্টা করেছিল সে সময় তাদেরকে হত্যা করা হয়।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন