সিরিয়ায় দায়েশের বিশাল অস্ত্রভাণ্ডার আবিষ্কার

সিরিয়ায় দায়েশের বিশাল অস্ত্রভাণ্ডার আবিষ্কার

সিরিয়া,  দায়েশ,  অস্ত্রভাণ্ডার,  আবিষ্কার, পালমিরা, তাকফিরি,  সন্ত্রাসী গোষ্ঠী,

সিরিয়ার সদ্যমুক্ত ঐতিহাসিক পালমিরা নগরীতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ফেলে যাওয়া বিশাল অস্ত্রভাণ্ডার আবিষ্কার করেছে রাশিয়ার সামরিক প্রকৌশলীরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ এ কথা জানিয়েছেন।

অস্ত্রভাণ্ডারটি দক্ষতার সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল এবং বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে এটি খুঁজে বের করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। রুশ সেনা প্রকৌশলীরা ১২ হাজার বিস্ফোরক সরিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি জানান, এ সবের মধ্যে মর্টার, কামানের বড় গোলাসহ ট্যাংক বিধ্বংসী উচ্চ ক্ষমতার মাইন ছিল।

জেনারেল কোনাশেনকোভ একে দায়েশের অন্যতম বৃহত্তম অস্ত্রভাণ্ডার হিসেবে উল্লেখ করে বলেন, এসব গোলাবারুদ কেবল হোমস নয়, সিরিয়ার অন্যান্য স্থানেও হামলার কাজে ব্যবহার করত সন্ত্রাসীরা। সিরিয়ার সেনাবাহিনীর অভিযানের মধ্যদিয়ে গত ২৭ মার্চ পালমিরা নগরী মুক্ত হয়।

 

নতুন কমেন্ট যুক্ত করুন