রাশিয়া এবারে মোতায়েন করবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

রাশিয়া এবারে মোতায়েন করবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

রাশিয়া এবারে মোতায়েন করবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

রাশিয়া,  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যারোস্পেস ফোর্সেস, ক্ষেপণাস্ত্র,

রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সেস’র ভাইস-কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর গুমেন্নিঅত্যাধুনিক এস-৫০০ প্রমিথিউস প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে।

তিনি বলেছেন, আশা করা হচ্ছে এস-৫০০’র প্রথম মডেল খুব শিগগিরই পাওয়া যাবে। এ বিষয়ে রুশ গণমাধ্যম আরটি এক খবরে জানিয়েছে, এরইমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা দফতর পাঁচটি এস-৫০০’র অর্ডার দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চূড়ান্ত পরীক্ষা চলছে বলেও আরটি উল্লেখ করেছে।

এদিকে, রুশ সামরিক-শিল্প কমিশনের উপদেষ্টা পরিষদের সদস্য ভিক্টর মুরাখোভস্কি বলেছেন, এস-৪০০’র চেয়ে অনেক উন্নত হবে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০। এ ব্যবস্থা দিয়ে একযোগে আলাদা ১০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। এস-৫০০ থেকে প্রতি সেকেন্ডে সাত কিলোমিটার গতিতে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র একই গতিতে লক্ষ্যে আঘাত হানার জন্য ছুটে আসে এবং এটি প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের গতিও একই হবে বলে উল্লেখ করা হয়েছে।

এস-৫০০ যেখানে স্থাপন করা হবে তার ৬০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১৮০ থেকে ২০০ কিলোমিটার উচ্চতা দিয়ে ছুটে আসা লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয়া যাবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন