যুদ্ধবিরতি মানছে না সৌদি আরব; ইয়েমেনে হামলা চলছে
যুদ্ধবিরতি মানছে না সৌদি আরব; ইয়েমেনে হামলা চলছে
ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও সৌদি বাহিনী দেশটির বিভিন্ন এলাকায় বোমা হামলা অব্যাহত রেখেছে। সৌদি জঙ্গি বিমান গতকাল (বৃহস্পতিবার) রাজধানী সানার বিভিন্ন এলাকা এবং ফাজ আতান শহরে কয়েক দফা বোমা বর্ষণ করেছে বলে স্থানীয় অধিবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ নিয়ে পাঁচ দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করলো সৌদি আরব।
সানার অধিবাসী মোহাম্মদ আলী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইয়েমেনে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও সৌদি জঙ্গি বিমানগুলো হামলা অব্যাহত রেখেছে। তিনি বলেন, 'আমি আতান এলাকায় বাস করি। সৌদি জঙ্গি বিমানগুলো আজ বৃহস্পতিবার ভোরে কয়েক দফা বোমা বর্ষণ করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই জঙ্গি বিমানগুলো আমাদের মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে।
এদিকে, সৌদি হেলিকপ্টারগুলো লাহিজ প্রদেশের রাজধানী আল হাওতায় বোমা বর্ষণ করে অন্তত আট ব্যক্তিকে হত্যা করেছে। সৌদি বাহিনী ওই এলাকায় একটি সরকারি ভবন, একটি ষ্টেডিয়াম এবং দুটি বাড়িতেও বোমা বর্ষণ করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন