লাইলাতুর রাগায়েব-এর আমল

লাইলাতুর রাগায়েব-এর আমল

লাইলাতুর রাগায়েব, রজব মাস, রজব, রাগায়েব,

এস, এ, এ

রজব মাসের প্রথম শুক্রবারের রাতকে “লাইলাতুর রাগায়েব” বলা হয়। রাসুল (সা.) থেকে উক্ত রাত সম্পর্কে একাধিক রেওয়ায়েত বর্ণিত হয়েছে। উক্ত রাতে মাগরিব এবং এশার নামাজের মাঝে ১২ রাকাত নামাজ পড়তে হবে। প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে ৩ বার সুরা কদর এবং ১২ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতিয় রাকাতটিও অনুরূপভাবে পাঠ করতে হবে। ১২ রাকাত নামাজ পড়া শেষ হলে ৭০ বার বলতে হবে:

 

اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ النَّبِىِّ الاُمِّىِّ وَعَلى آلِهِ

 

অতঃপর সিজদাতে যেয়ে ৭০ বার বলতে হবে

 

سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلائِکةِ وَالرُّوحِ

 

অতঃপর সিজদা থেকে মাথা উঠিয়ে ৭০ বার বলতে হবে

 

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَتَجاوَزْ عَمّا تَعْلَمُ اِنَّک اَنْتَ الْعَلِىُّ الاَعْظَمُ

 

অতঃপর আবার সিজদাতে যেয়ে ৭০ বার বলতে হবে

 

سُبُّوحٌ قُدّوُسٌ رَبُّ الْمَلائِکةِ وَالرُّوحِ

 

অতঃপর দোয়া চাইতে হবে।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন