জঙ্গি আন-নুসরাকে অস্ত্র যোগান দিচ্ছে তুরস্ক’

জঙ্গি আন-নুসরাকে অস্ত্র যোগান দিচ্ছে তুরস্ক’

জঙ্গি, আন-নুসরা, অস্ত্র,  তুরস্ক, সের্গেই রুদস্কি, তাকফিরি, রাশিয়ার জেনারেল,

রাশিয়ার জেনারেল স্টাফ লে. জেনারেল সের্গেই রুদস্কি জানিয়েছেন সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরাকে অস্ত্র এবং লোকবল যোগানো অব্যাহত রেখেছে তুরস্ক। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে তাকফিরি গোষ্ঠীর প্রায় ১০ হাজার সদস্য সমবেত হয়েছে বলে জনিয়েছেন তিনি।

তিনি বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও তুরস্ক আন-নুসরা ফ্রন্টকে লোকবল এবং অস্ত্রের যোগান দেয়া অব্যাহত রেখেছে। সিরিয়ার বিরোধীপক্ষ যে এলাকা নিয়ন্ত্রণ করবে বলে আমেরিকা পরিকল্পনা করেছে সেসব এলাকার মধ্য দিয়ে আন-নুসরার জন্য লোক এবং অস্ত্রশস্ত্র যেতে দেয়া হচ্ছে। আন-নুসরাকে সমর্থন দেয়া বন্ধ করার জন্য অনেকবারই আমেরিকার প্রতি রাশিয়া আহ্বান জানিয়েছে বলেও জানান সের্গেই রুদস্কি।

গত ২৪ ঘণ্টায় আন-নুসরার আট হাজারের বেশি সন্ত্রাসী, একটি ট্যাংক এবং ২০টি সাঁজোয়া যান আলেপ্পো নগরীর কাছে পৌঁছেছে বলে জানান তিনি। আলেপ্পো এবং দামেস্কের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে আন-নুসরা বড়সড়ও অভিযানের পরিকল্পনা করছে জানিয়ে  সের্গেই রুদস্কি বলেন, আন-নুসরার তৎপরতা বন্ধ করা না হলে সিরিয়ার উত্তরাঞ্চলীয় অংশের ওপর অবরোধ আসবে।  

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন