ইসরাইলের ২ গুপ্তচর রোমানিয়ায় আটক হলো
ইসরাইলের ২ গুপ্তচর রোমানিয়ায় আটক হলো
রোমানিয়ায় ইহুদিবাদী ইসরাইলি দুই গুপ্তচরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ইসরাইলি গোয়েন্দা কোম্পানি ব্ল্যাক কিউব’র কর্মী এবং তারা রোমানিয়ার দুর্নীতি বিরোধী প্রধান কৌঁসুলি লরা কোনদ্রুতা কোভেসি'র বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানোর চেষ্টা করেছে।
বেসরকারি গোয়েন্দা কোম্পানি ব্ল্যাক কিউবে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনেক কর্মীও নিয়োজিত রয়েছে। আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে এবং তাদের ফরাসি পাসপোর্ট রয়েছে বলে জানানো হয়েছে। রোমানিয়ার দুর্নীতি বিরোধী প্রধান কৌঁসুলির দফতরের মুখপাত্র জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।
অভিযোগে বলা হয়েছে, আটক দুই ব্যক্তি রোমানিয়ার দুর্নীতি বিরোধী প্রধান কৌঁসুলি লরা কোনদ্রুতা কোভেসি’র ইমেইল হ্যাক করার চেষ্টা করেছে। এ ছাড়া, তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে এবং হেনস্থা করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন