আবারও দায়েশিদের বাঙ্কার ধ্বংস করল হিজবুল্লাহ
আবারও দায়েশিদের বাঙ্কার ধ্বংস করল হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা রাস বালবেক উপকণ্ঠে অবস্থিত আস-জিউইতিনি অঞ্চলে দায়েশ অবস্থানের ওপর হামলা চালিয়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের একটি বাঙ্কার ধ্বংস করে দিয়েছে। এ সময়ে বাঙ্কারে অবস্থান নেয়া দায়েশ সন্ত্রাসীরা নিহত হয়। হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত ওয়ার মিডিয়া সেন্টার টুইটার বার্তায় এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, দায়েশের বাড়তি সেনা ওই এলাকায় পাঠানো হলে তাদের ওপরও হামলা করে হিজবুল্লাহ যোদ্ধারা।
লেবাননের প্রতিবেশী দেশ সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ ২০১১ সাল থেকে তৎপর রয়েছে। সিরিয়ায় দায়েশ বিরোধী লড়াইয়ে দেশটির সরকারি ও মিত্র বাহিনীর পাশাপাশি জড়িত রয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা।
নতুন কমেন্ট যুক্ত করুন