ইয়েমেনি বাহিনী সৌদির ৪২ সন্ত্রাসি সেনাকে আটক করেছে
ইয়েমেনি বাহিনী সৌদির ৪২ সন্ত্রাসি সেনাকে আটক করেছে
ইয়েমেনি বাহিনী ৪২ জন সৌদি সেনাকে বায়দা এবং জা’ফ প্রদেশ থেকে আটক করা হয়েছে। এ ছাড়া, ইয়েমেনের মা’রিব প্রদেশে কয়েকজন সৌদি সেনা নিহত হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বায়দা’র রাদা জেলা থেকে ৩১ সৌদি সেনাকে আটক করেছে ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন। এ ছাড়া, উত্তরপশ্চিমাঞ্চলীয় জা’ফ প্রদেশের আল-মাতমা জেলা থেকে ১১ সৌদিকে আটক করা হয়। ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা নেট এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে সৌদি আরবের সেনা উপস্থিতি জোরদারের জন্য এ সব সেনাকে মা’রিব প্রদেশে নেয়ার পথে আটক করা হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন