ইসরাইলি ৪ সেনা আজও হামাসের হাতে আটক রয়েছে
ইসরাইলি ৪ সেনা আজও হামাসের হাতে আটক রয়েছে
হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, গাজা উপত্যকায় ২০১৪ সালের ৫০ দিনের যুদ্ধে ওই চার সেনাকে আটক করা হয়। এখনও উক্ত চার ইসরাইলি সেনা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক রয়েছে।
তবে আটক চার ইসরাইলি বন্দির বিষয়ে তেল আবিবের সঙ্গে হামাসের কোনো আলোচনা হচ্ছে না বলেও তিনি জানান। ‘আল-আকসা’টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় আবু উবাইদার পেছনে চার ইসরাইলি সেনার ছবিসহ একটি পোস্টার শোভা পাচ্ছিল।
ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের মুখপাত্র আরও বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জনগণকে মিথ্যা বলছেন এবং আটক ইসরাইলি সেনাদের পরিবারকে ধোঁকা দিচ্ছেন। আবু উবাইদার দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দখলদার ইসরাইল।
তবে সম্প্রতি নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় বন্দি দুই ইসরাইলি সেনার দেহাবশেষ ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন