বর্তমানে রুশ পরমাণু অস্ত্রভাণ্ডার আমেরিকার দ্বিগুণ: দাবি পেন্টাগনের
বর্তমানে রুশ পরমাণু অস্ত্রভাণ্ডার আমেরিকার দ্বিগুণ: দাবি পেন্টাগনের
আমেরিকার সঙ্গে করা অস্ত্র চুক্তি লঙ্ঘন করে রাশিয়া পরমাণু অস্ত্রের মজুদ দ্বিগুণ করেছে বলে দাবি করছেন পেন্টাগণের কর্মকর্তারা।
পেন্টাগনের কর্মকর্তারা ওয়াশিংটন ফ্রি বেকন ওয়েবসাইটের কাছে এ দাবি করেছেন। তাদের দাবি অনুযায়ী, এমআইআরভি নামে পরিচিত নতুন মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিনট্রাই ভেহিকেলস তৈরির মাধ্যমে মস্কো নিজের পরমাণু অস্ত্র মজুদের পরিমাণ বাড়িয়েছে। দোনালা বন্দুকে গুলি ভরে যেমন একই সঙ্গে দু’দফা গুলি করার জন্য আগ্নেয়াস্ত্রকে প্রস্তুত রাখা হয় তেমনি এমআইআরভি দিয়ে একাধিক পরমাণু বোমাকে একযোগে বহুমুখী লক্ষ্যে আঘাত হানার জন্য প্রস্তুত রাখা হয়।
পেন্টাগন দাবি করছে, এমআইআরভি’র মাধ্যমে নিউ স্টার্ট চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া। এ চুক্তি অনুযায়ী দুই দেশই ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যা ১,৫৫০'র নীচে নামিয়ে আনবে। পেন্টাগনের দাবি অনুযায়ী মার্কিন পরমাণু বোমার সংখ্যা ১,৫৩৮ থাকলেও রাশিয়ার সংখ্যা এর চেয়ে বেশি।
নতুন কমেন্ট যুক্ত করুন