পেন্টাগন সিরিয়া ইস্যুতে মস্কোর ইতিবাচক ভূমিকা স্বীকার করল

পেন্টাগন সিরিয়া ইস্যুতে মস্কোর ইতিবাচক ভূমিকা স্বীকার করল

পেন্টাগন,  সিরিয়া,  মস্কো,  রাশিয়া, পেন্টাগন,

সিরিয়ার শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার 'ইতিবাচক ভুমিকা' রয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্বীকারূক্তি দিয়েছে। এতে দেশটিতে চলমান গত কয়েক বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি 'প্রস্তাব' পাস করার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানায় পেন্টাগন।

গতকাল (মঙ্গলবার) এক ব্রিফিংএ পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেন, এটা পরিষ্কার হয়েছে যে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে অভিযানে রাশিয়া তার সামরিক শক্তি প্রয়োগ করেছে। আমরা মনে করি এটি একটি ভাল দিক এবং শুরু থেকেই আমরা এই বিষয়ের ওপর জোর দিয়ে আসছি। সিরিয়ার সংঘর্ষ অবসানের লক্ষ্যে রাশিয়া গঠনমূলক ভূমিকা পালন করছে বলেও তিনি মন্তব্য করেন।

সিরিয়ার সরকারকে একটি রাজনৈতিক পট পরিবর্তনের দিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়াই অন্যান্য পক্ষের চেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে পেন্টাগনের এই কর্মকর্তা স্বীকার করেছেন।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন