ন্যাটো জঙ্গিবিমানের মুখে পড়লো রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমান
ন্যাটো জঙ্গিবিমানের মুখে পড়লো রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমান
রুশ সীমান্ত জুড়ে পশ্চিমা জোট যখন ব্যাপক সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করছে তখন বাল্টিক সাগরের নিরপেক্ষ পানিসীমার আকাশে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বহনকারী বিমানকে তাড়া করেছিল ন্যাটোর জঙ্গিবিমান বহর।
রুশ সংবাদ মিডিয়া বলেছে, শোইগুকে বহনকারী বিমান পশ্চিমাঞ্চলীয় রাশিয়ার ছিটমহল কালিনিগ্রাদে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। ন্যাটোর ইউরোফাইটার টাইফুন জঙ্গিবিমানের বহর শোইগুকে বহনকারী বিমানে থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্ব বজায় রেখেছিল। অবশ্য শোইগুর বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল কয়েকটি সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান।
নতুন কমেন্ট যুক্ত করুন