তালেবানরা এবার কাবুলের পার্লামেন্ট ভবন লক্ষ্য করে রকেট নিক্ষেপ করল

তালেবানরা এবার কাবুলের পার্লামেন্ট ভবন লক্ষ্য করে রকেট নিক্ষেপ করল

তালেবান, কাবুলের পার্লামেন্ট,  রকেট নিক্ষেপ,  পার্লামেন্টে,  আফগান গোয়েন্দা,

আজ সোমবার যখন আফগান গোয়েন্দা প্রধান এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তালেবানরা রকেট হামলা চালায়।

আফগান তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, কাবুল প্রশাসনের পার্লামেন্ট ভবন ও এর নিকটবর্তী একটি সেনা চৌকিতে রকেট নিক্ষেপ করেছে তাদের কথিত যোদ্ধারা। রকেট নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে জান-মালের ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। মুজাহিদ বলেন, যখন রকেট আঘাত হানে তখন পার্লামেন্ট অধিবেশন চলছিল। আফগান গণমাধ্যম জানিয়েছে, নয়া পার্লামেন্ট ভবনে তিনটি রকেট আঘাত হানা সত্ত্বেও পার্লামেন্টের অধিবেশন চলতে অসুবিধা হয়নি।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন