লাহোরে জামায়াতুল আহরার এ ন্যক্কারজনক আত্মঘাতী বোমা হামলা
লাহোরে জামায়াতুল আহরার এ ন্যক্কারজনক আত্মঘাতী বোমা হামলা
পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি পার্কের বাইরে তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপি'র জামায়াতুল আহরার এ ন্যক্কারজনক আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৯ জনই শিশু। মর্মান্তিক এ ঘটায় ২৩৩ জন আহত হয়েছে। হামলাটি আত্মঘাতী ছিল বলে জানিয়েছেন ইকবাল শহরের পুলিশ সুপার ড. মোহাম্মদ ইকবাল।
উদ্ধার কর্মকর্তা জাম সাজ্জাদ হুসাইন বলেছেন, লাহোরের খ্যাতনামা আবাসিক এলাকায় গুলশান-ই-ইকবাল পার্কের বাইরে রোববার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটেছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে তিনি জানিয়েছেন। হামলার পর পার্কের আশপাশে এবং আরও কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সালমান রফিক জানিয়েছেন, “আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।”
স্থানীয় পুলিশ প্রধান হায়দার আশরাফ জানিয়েছেন, রোববার ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি থাকায় বিকেলে অনেক মানুষ পরিবার নিয়ে পার্কে এসেছিলেন। বিস্ফোরণের সময় বহু মানুষ আতঙ্কে ছুটাছুটি করে পার্ক থেকে বেরিয়ে যান।
এ ঘটনার পরপরই পাঞ্জাব সরকার সেখানকার সব পার্ক বন্ধ করে দিয়েছে এবং রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছে। উদ্ভুত পরিস্থিতিতে বড় বড় বিপণী কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন