সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় ইয়েমেনে ১৫ ব্যক্তি নিহত

সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় ইয়েমেনে ১৫ ব্যক্তি নিহত

সৌদি বাহিনী,  বর্বরোচিত হামলা,  ইয়েমেন,  আমরান, বানি সুরায়েম,

ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি বাহিনীর চালানো সর্বশেষ হামলায় ১৫ ব্যক্তি নিহত হয়েছে।

সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমরান প্রদেশের বানি সুরায়েম এলাকার একটি বাড়িতে বোমা বর্ষণ করলে এক নারী নিহত হওয়ার পাশাপাশি তার দুই সন্তান আহত হয়। আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

এছাড়া, সৌদি বাহিনী ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়ি’জ প্রদেশের জাবাল হাবাশি অঞ্চলের একটি আবাসিক এলাকায় বোমা বর্ষণ করলে অন্তত ১৪ ব্যক্তি নিহত হয়। সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জওফ প্রদেশের মাসলৌব এলাকায়ও বোমা বর্ষণ করেছে। তবে এতে তৎক্ষণাৎ হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে সৌদি বাহিনী গত ১৫ মার্চ একটি জনাকীর্ণ বাজারে হামলা চালিয়ে ১১৯ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ২২ জন শিশুও ছিল।

 

নতুন কমেন্ট যুক্ত করুন