সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান ইয়েমেনে 'নিখোঁজ'
সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান ইয়েমেনে 'নিখোঁজ'
সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনী আজ (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে জড়িত সংযুক্ত আরব আমিরাতের একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়ে গেছে।
গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এতে এ পর্যন্ত ২,২৩৬ শিশুসহ অন্তত ৮,৩০০ বেসামরিক নিরীহ মানুষ নিহত হয়েছে। এছাড়া, দেশটির বসতবাড়ি, কল-কারখানা, হাসপাতাল, স্কুলসহ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন