লেবানন সৌদি আরবের কাছে ক্ষমা চাইবে না: হিজবুল্লাহ

লেবানন সৌদি আরবের কাছে ক্ষমা চাইবে না: হিজবুল্লাহ 

লেবানন,  সৌদি আরব,  হিজবুল্লাহ , শেখ নাবিল,

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ প্রধান শেখ নাবিল কাউক বলেছেন সৌদি-বিরোধী অবস্থান নেয়ার কারণে বৈরুত কখনই রিয়াদের কাছে ক্ষমা চাইবে না। সংগঠনটি বলেছে, বিশ্ববাসীর সামনে সত্য তুলে ধরার জন্য ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, সামনের দিনগুলোতে পরিষ্কার হবে যে, লেবাননকে মিথ্যা আক্রমণের জন্য সৌদি সরকার ভুল হিসাব করেছে। অভ্যন্তরীণ সমস্যা চাপা দিতে সৌদি সরকার  এসব করছে বলেও তিনি মন্তব্য করেন। শেখ নাবিল বলেন, সৌদি আরবকে বহুদিন অপেক্ষা করতে হবে এবং হিজবুল্লাহ নিপীড়িন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এবং উস্কানিদাতাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।  

লেবাননকে প্রতিশ্রুত ৪০০ কোটি ডলার সহাযোগিতা প্যাকেজ স্থগিত করার পর বৈরুত ও রিয়াদের মধ্যে সম্পর্কের ব্যাপক টানাপড়েন দেখা দিয়েছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন