সিরিয়ায় যুদ্ধবিরতির ষড়যন্ত্রে জন কেরি ও বারাক ওবামা
সিরিয়ায় যুদ্ধবিরতির ষড়যন্ত্রে জন কেরি ও বারাক ওবামা
ওবামা আবারো আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, “ক্ষমতা থেকে তার সরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।” এর পাশাপাশি বারাক ওবামা সিরিয়া ও রাশিয়াকে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় যতক্ষণ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় আছেন ততক্ষণ পর্যন্ত শান্তি সম্ভব নয়।
ওবামা সিরিয়া ও রাশিয়াকে সতর্ক করে বলেন, “তারা কীভাবে যুদ্ধবিরতি মেনে চলছে বিশ্ববাসী তা দেখবে।” তিনি আরো বলেছেন, প্রেসিডেন্ট আসাদ যতক্ষণ ক্ষমতা থেকে সরে না দাঁড়াবেন ততক্ষণ গেরিলারা যুদ্ধ বন্ধ করবে না। তবে কি আমেরিকা গেরিলারাদের প্রধান পৃষ্ঠপোষক?
নতুন কমেন্ট যুক্ত করুন