নাইজেরিয়ায় ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ

নাইজেরিয়ায় ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ

নাইজেরিয়ায় ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ

নাইজেরিয়া, ইব্রাহিম জাকজাকি, জাকজাকি,

নাইজেরিয়ার শীর্ষস্থানীয় শিয়া আলেম এবং ইসলামি আন্দোলন বা আইএমএন’র বিপ্লবী নেতা ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বাউচিতে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন নারী। জাকজাকি এবং তার স্ত্রীসহ দেশটির শত শত মুসলমানকে আটক রাখাকে অবৈধ উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা জানায় বিক্ষোভকারীরা। নাইজেরিয়ার কারাগারে আটক সরকার বিরোধীদের অবিলম্বে মুক্তির দাবিও করেন তারা।

 

নতুন কমেন্ট যুক্ত করুন