রাশিয়া দায়েশিদের হামলার পরিকল্পনা ব্যর্থ করল
রাশিয়া দায়েশিদের হামলার পরিকল্পনা ব্যর্থ করল
উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীরা রাশিয়ার কয়েকটি শহরে হামলার পরিকল্পনা করেছিল। এ ঘটনায় রাশিয়া সাতজনকে আটক করেছে।
রাশিয়ার এফএসবি নিরাপত্তা পুলিশ আজ (সোমবার) এসব সন্ত্রাসীকে আটক করে। এর মধ্যে রাশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের নাগরিক রয়েছে। রাশিয়ার উরাল হ্রদ এলাকার ইয়েকাতেরিনবার্গ শহর থেকে দায়েশ সন্ত্রাসীদের আটক করা হয়। এফএসবি জানিয়েছে, সন্ত্রাসীরা রাশিয়ার রাজধানী মস্কো, সেন্ট পিটার্সবার্গ শহর ও উরাল এলাকার এসভার্দলোভস্ক শহরে হামলার পরিকল্পনা করেছিল। নিরাপত্তা সংস্থা বিস্তারিত না জানিয়ে বলেছে, এ গোষ্ঠীর নেতৃত্বে ছিল তুরস্ক থেকে আসা এক দায়েশ সন্ত্রাসী।
রাশিয়ার সন্ত্রাসবাদ-বিরোধী জাতীয় কমিটির মুখপাত্র আন্দ্রে ফ্রেজদমস্কি গত ২৯ জানুয়ারি বলেছিলেন, দায়েশ সন্ত্রাসীরা রাশিয়া ও ইউরোপে হামলার পরিকল্পনা করছে। এর কয়েকদিন পর সাত সন্ত্রাসীকে আটকের খবর এল।
নতুন কমেন্ট যুক্ত করুন